brandbazaar globaire air conditioner

হবু স্ত্রীর সঙ্গে সৌম্য সরকারের রোমাঞ্চ

হবু স্ত্রীর সঙ্গে সৌম্য সরকারের রোমাঞ্চ
epsoon tv 1

জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার এ মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন। ২৬ বছর বয়সের দুরন্ত যৌবনে জীবনের ‘জুটি’ বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এ ব্যাটসম্যান। এ জন্য ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। এবার সামনে এল হবু বউয়ের সঙ্গে সৌম্য সরকারের রোমাঞ্চের একটি ছবি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সৌম্য সরকার তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন। রোমান্টিক ভঙ্গিতে হবু বউয়ের সঙ্গে দাঁড়ানো ছবিটির ক্যাপশনে সৌম্য লিখেছেন ‘কামিং সুন (শিগগিরই আসছে)’।

সৌম্য সরকারের এ ছবিটি শেয়ার করে অনেকেই তাদের প্রিয় তারকাকে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে গত বুধবার নিজের বিয়ে নিয়ে সৌম্য সরকার বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমার গায়ে হলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে।আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।’

এই ক্রিকেটারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লগ্ন পাওয়ায় এই মাসেই বিয়ে করতে যাচ্ছেন সৌম্য। তার হবু বউ খুলনার মেয়ে।বর্তমানে পড়াশোনা করছেন।

এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মার্চের শুরুতে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি।টেস্ট না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারেন সৌম্য।

টেস্ট চলাকালে সৌম্য ছুটি থাকবেন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,‌‍ ‘সৌম্যর বিয়ে, ছুটির জন্য সে চিঠি দেবে। এখনো হাতে পাইনি।বিয়েতে ছুটি হবে, কিছু করার নেই।’

সৌম্যকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পেতে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘সৌম্য বিয়ে করছে, এ মাসে ২৮ তারিখে। সে আমাদের কাছে ছুটি চেয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলছে, ওই দলে ছিল সে। অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষেও থাকতো। কিন্তু বিয়ের কারণে আমরা ছুটি দিয়েছি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সে থাকবে আশা করি।’

epsoon tv 1

Related posts

body banner camera