brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

স্যামসাংয়ের ফোনের কল্যাণে বাঁচলো ২০ জীবন

স্যামসাংয়ের ফোনের কল্যাণে বাঁচলো ২০ জীবন
Content TOP

স্যামসাংয়ের ফোন ব্যবহার করে এবার প্রাণে বাঁচলো ডুবন্ত নৌকার ২০ যাত্রী। ফিলিপাইনের মালাপাস্কুয়া দ্বীপের উপকূলে এ ঘটনা ঘটে। নৌকাটিতে ১৬ জন বিদেশি ডুবুরি ও চার ফিলিপিনো নাগরিক ছিলেন।

নৌকাটির সব যাত্রীর ফোনই পানিতে পড়ে বিকল হয়ে যায়। তবে জিম এমডি নামের কানাডিয়ান এক যাত্রীর কাছে গ্যালাক্সি এস৮ ছিল। নৌকা কাত হয়ে যাওয়ার পর তিনি দেখতে পান তার ফোনটি পানিতে ডুবে গেছে। সেখান থেকে তুলে উদ্ধারকারীদের ফোন করেন তিনি।

দুই বছর আগে কেনা ফোনটি পানি নিরোধী ছিল। ফোনটি সচল থাকায় জিপিএস ফাংশন ব্যবহার করে উদ্ধারকারীদের কাছে নিজেদের অবস্থান জানান জিম।

আইপি৫৮ ওয়াটারপ্রুফ স্মার্টফোন। দুই বছর আগের স্মার্টফোনটি এখনো তার সেবা দিতে সক্ষম।

এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিক্স ফিলিপাইনের প্রধান জেমস জুং বলেন, যাত্রীরা নিরাপদে আছেন জেনে এবং স্যামসাংয়ের ফোনের মাধ্যমে তারা উদ্ধার পেয়েছেন জেনে আমরা আনন্দিত। এমন আরও ডিভাইস তৈরি করবো যা ব্যবহারকারীদের ভয়ানক পরিস্থিতিতেও সাহায্য করতে সক্ষম হবে।

ফোনটির ইনগ্রাস প্রোটেকশন (আইপি) ওয়াটার রেজিস্টান্ট রেটিং ছিল আইপি৬৮।

Content TOP

Related posts

body banner camera