brandbazaar globaire air conditioner

সরকারি টেস্টেও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভি

সরকারি টেস্টেও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভি
epsoon tv 1

এবার সরকারের নির্ধারিত প্রতিষ্ঠানেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে নোভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ, স্থিতিশীল আছেন। এন্টিজেন, এন্টিবডি টেস্টের পর বুধবার তার আরটি-পিসিআর টেস্টের ফলাফলও পজেটিভ এসেছে।

জানা গেছে, গতকাল বুধবার (২৭ মে) পিসিআর টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নমুনা দিয়েছিলেন প্রবীণ এই চিকিৎসক। ওই নমুনা পরীক্ষার ফল বৃহস্পতিবার এসেছে, তাতেও একই ফল এসেছে।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ এখন ধানমণ্ডিতে তার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

epsoon tv 1

Related posts

body banner camera