
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল তাশুল্লা বাংলাবাজার রাস্তাটির বেহাল দশা দীর্ঘ দিন ধরে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকলেও রাস্তাটির কোন প্রকার সংস্কার করা উদোগ নেয়নি স্থানীয় ইউনিয়ন পরিষদ। ফলে জনমনে অসন্তোষ বিরাজ করছে। সরেজমিনে ঘুরে জানা গেছে, জরাজীর্ণ মাটির রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার করছে এলাকাবাসী। এই রাস্তাটির ব্যাপারে বার বার স্থানীয় চেয়ারম্যান মো. রিপন মোল্লার কাছে বারবার অভিযোগ করেও কোন লাভ হয়নি।তারা উপজেলা চেয়ারম্যানের কাছে এই রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকা রাস্তা করার দাবী জানিয়েছেন। এই মাটির রাস্তাটি দিয়েই প্রতিদিন যাতায়াত করে স্থানীয় ৩টি স্কুলের শিক্ষার্থীরা। এখানে রয়েছে একটি বাজার ও। ফলে বৃষ্টি নামলে পানি ও কাদায় জন দুর্ভোগ পৌছায় চরমে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রিপন মোল্লার সাথে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।