brandbazaar globaire air conditioner

চাঁদপুরে ১৫ গ্রামে সউদীর সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত

চাঁদপুরে ১৫ গ্রামে সউদীর সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত
epsoon tv 1

চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আজ সউদী আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

হাজীগঞ্জ উপজেলার পাঁচটি ও ফরিদগঞ্জ উপজেলার দশটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সাদ্রা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।

ওই সময় তিনি জানান, চাঁদ দেখে তারা প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ পালন করেছে। তবে যারা দুই দিন আগে ঈদ করেছে। তারা ভুল তথ্যের মধ্যে দিয়ে ঈদ পালন করেছে। আর সেই সংখ্যা খুবই কম। তার দেয়া তথ্যমতে বুধবার হাজীগঞ্জ উপজেলার শমেশপুর ও সাদ্রা এলাকার দু’টি গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়।

তিনি আরো জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেষপুর, প্রতাপপুর, বলাখাল, অলিপুর এবং ফরিদগঞ্জ উপজেলার সুরাঙ্গচাইল, বাসারা, উভারামপুর, উটতলী, বাছপাড়া, কাইতাড়া, নুরপুর, সাচন মেঘ, ভূলাচোঁ, বদরপুর, আইটপাড়া গ্রামে বৃহস্পতিবার ঈদের জামাত আদায় করা হয়।

উল্লেখ, ১৯২৮ সাল থেকে সাদ্রা পীর মাওলানা ইসহাক সাহেবের নেতৃত্বে প্রতি বছর সৌদিআরবের সাথে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছে।

epsoon tv 1

Related posts

body banner camera