brandbazaar globaire air conditioner
ব্রেকিং নিউজঃ

উপমহাদেশে স্মরণকালের ‘সবচেয়ে শক্তিশালী’ ঝড়ের আশঙ্কা

উপমহাদেশে স্মরণকালের ‘সবচেয়ে শক্তিশালী’ ঝড়ের আশঙ্কা
Content TOP

‘ফণী’র এক মাস যেতে না যেতে ভয়াবহ ঝড়ের শঙ্কায় পড়েছে ভারতীয় উপমহাদেশ। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আসন্ন ঝড় ‘বায়ু’ কয়েক দশকের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ গতি সঞ্চয় করে ধেয়ে আসছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের জন্য বেশি দুশ্চিন্তার হলেও বাংলাদেশের ক্ষেত্রে এই ঝড়টি এখনো অতটা ক্ষতিকর বলে মনে হচ্ছে না।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩৬ ঘণ্টায় ‘বায়ু’ ভারতের উত্তরপশ্চিম অঞ্চলে আঘাত হানতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার গুজরাট উপকূলের পোরবন্দর ও মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোনটি। দিউ এলাকাতেও এর প্রভাব পড়বে।

বায়ুর শক্তি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগেও আঘাত হানতে পারে।

জানা গেছে, বুধবার সকাল থেকে গুজরাটের উপকূলে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সন্ধ্যায় তা আরও তীব্র হতে পারে।

Content TOP

Related posts

body banner camera