
রাবি প্রতিনিধি:-
*বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসার জন্য সরকার পরিকল্পিতভাবে এ রায় দিয়েছে
দূর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার সকালে বিশ^বিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসার জন্য এই সরকার পরিকল্পিতভাবে এ সাজা প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে দেশনেত্রীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। মানবন্ধনে রায়কে প্রহসনমূলক উল্লেখ করে বক্তারা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা করে সেনাসমর্থিত অবৈধ সরকার। ঐ আমলের দূর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রীর নামও ছিল। কিন্তু তিনি নিজের মামলা প্রত্যাহার করে, খালেদা জিয়ার মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।’
অন্যদিকে খালেদার নি:শর্ত মুক্তি দেওয়া না হলে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচী সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে বলে হুমকি দেন শিক্ষক ফোরাম নেতারা। এরই অংশ হিসাবে সোমবার সকালে আবারও মানববন্ধনের ঘোষণা দিয়েছে দলটি। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় ও সভাপতি কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমজাদ হোসাইন, ড. ফজলুল হক, আইবিএ অধ্যাপক ড. হাছানাত আলী, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ^াসী শিক্ষক গ্রুপ সাদাদলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. এনামুল হক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।