
আসাদ গাজী শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কামাল হাওলাদারের মেয়ে
ও শামসুর নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার(মীম) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানার পুলিশ। রবিবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় নিজ ঘরের আরার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের খালাতো বোন সেলিনা আক্তার জানান, মীম অনেক ভালো মেয়ে ছিলো। বাবা মায়ের কথার বাইরে সে কোথাও যেতো না। কিন্তু মেয়েটি অনেক অভিমানী ছিলো। ১৫এপ্রিল রবিবার সে বৈশাখী মেলায় যাওয়ার জন্য তার মা রুমা আক্তারের কাছে টাকা চেয়েছিলো। তার মা টাকা দিতে পারেনি। আর টাকা দিতে না পারায় মীম মারাত্মক অভিমান করে। সেই অভিমানকে বাস্তবে রূপ দিতে ঘরের আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার (এস,আই) মোঃ বজলুল আলম বলেন, মীমের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ মুহুর্তে কিছু বলতে পারছি না।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।