
ভারতীয় দুই ব্যাডমিন্টন তারকা গোপনে প্রেম পর্ব শেষে বিয়ের পিঁড়িতে বসার দিনও ঠিক করেছেন! জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর চার হাত এক হচ্ছে ব্যাডমিন্টন কোর্টে দীর্ঘ দিনের বন্ধু পারুপল্লী কাশ্যপ ও সাইনা নেহওয়ালের।
প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ ও ২০২০ টোকিও অলিম্পিকের কোয়ালিফায়ারের কথা ভেবে বিয়ের দিন ঠিক করেছেন সাইনা। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেন, ‘২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ। তারপরই হবে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব। সুতরাং বিয়ে করার জন্য এটাই আমার কাছে ফ্রি-সময়।’
চলতি বছর গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সাইনা জানান, আমরা বিয়ে নিয়ে আগে কখনও ভাবিনি। কারণ ক্যারিয়ারই বেশি প্রাধান্য পেয়েছে। টুর্নামেন্ট জেতা নিয়েই আমরা ভেবেছি, বিয়ে নিয়ে নয়। আর চলতি বছর কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের আগে ফোকাস নষ্ট করতে চাইনি। কিন্তু বিয়ে করার এটাই সেরা সময়।’
ব্যাডমিন্টন সার্কিটে দু’জনেই সফল। তবে কাশ্যপের থেকে ভাতরকে বেশি পদক এনে দিয়েছেন সাইনা।