
বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা:-
পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষায় অংশ নিতে যাবার সময় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি টেম্পু উল্টে ছয় পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কালিশুরী-চাঁদকাঠী ব্্রীজের পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সূত্রে জানা যায়,
গতকাল সকালে উপজেলার কেশবপুর এফ এইচ সিনিয়র মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী দাখিল পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অংশ নিতে কেশবপুর চৌমুহনী বাজার থেকে একটি টেম্পু যোগে কালিশুরী ডিগ্রী কলেজ কেন্দ্রে যাচ্ছিল। এ সময়ে কালিশুরী-চাঁদকাঠী ব্্রীজের পূর্বপার্শ্বে পৌছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি টেম্পুকে পার্শ্ব অতিক্রমকালে পরীক্ষার্থী বহনকারী টেম্পুটি উল্টে যায়। এতে ছয় শিক্ষার্থী আহত হয়। আহতরা হল কেশবপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে হামিদা, জালাল মাতুব্বরের ছেলে রুবেল, ওই প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক আতিকুল্লাহ এর মেয়ে তামান্না, মমিনপুর গ্রামের আঃ রব হালাদারের মেয়ে লিজা এবং লায়লা ও স্বর্না। আহতদেরকে কালিশুরী লাইফ কেয়ার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে