brandbazaar globaire air conditioner

পাঁচ মাস পর…

পাঁচ মাস পর…
epsoon tv 1

ভারতের করোনার প্রকোপ বাড়তে থাকলেও থমকে নেই কিছুই। নিউ নরমাল সময়ে সবাই যে যার কাজে ব্যস্ত। বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও আস্তে আস্তে সবাই ফিরছেন কাজে।

পাঁচ মাস পরে ক্যামেরার মুখোমুখি দাঁড়ালেন অভিনেতা রণবীর সিংহ। তবে কোনও ছবির শুটের জন্য নয়, বিজ্ঞাপনের জন্য। করোনা থেকে সুস্থ হয়ে অমিতাভ বচ্চন যেমন ফিরেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে, তেমনই অক্ষয়কুমার ও আমির খান ছবির শুটিংয়ের জন্য পাড়ি দিয়েছেন বিদেশে। সে দিক থেকে দেখলে, রণবীর সিংহ হাতে সময় নিয়েই সেটে ফিরলেন।

তার বড় প্রজেক্ট ‘এইটিথ্রি’ করোনার কারণেই সিনেমা হলে রিলিজ হতে পারেনি। দীপাবলি উপলক্ষে সে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও অবধি করা হয়নি। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘জয়েশভাই জারদার’ ছবিটি রয়েছে রণবীরের হাতে। লকডাউন শিথিল হতেই রণবীর পার্লারে গিয়ে চুল কেটেছিলেন। ভাইরাল হয়েছিল সে ছবি। এ ছাড়া গত পাঁচ মাসে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগও অক্ষুণ্ণ রেখেছিলেন। বড় পর্দায় তাকে দেখতে দর্শক অপেক্ষারত। আগামী কোন ছবির শুট তিনি শুরু করেন, তার দিকেই নজর বলিউড ইন্ডাস্ট্রির।

 

epsoon tv 1

Related posts

body banner camera