
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ
চাকরি নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যকর সচল রাখতে গতকাল উপাচার্য বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পর বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মু. আবুল কাসেম।
গত ১০ মাস নিজ ইচ্ছায় নিজ বাসভবনে অবরুদ্ধ থেকে শাখা ছাত্রলীগের চাপে পরে গতরাতে সহধর্মিণীর অসুস্থতার অজুহাতে নিজ গাড়িতে করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।
এবিষয়ে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান,উপাচার্য স্যার ক্যাম্পাস থেকে চলে যাওয়ার বিষয়টি আমরাও শুনেছি। যাওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করেছেন। এসময় তিনি একটি পত্রও লিখে গেছেন,তবে সেটি এখনো খুলে দেখা হয়নি।
তিনি আরও বলেন, উপাচার্য স্যারের স্ত্রী অসুস্থ ছিলেন। তার চিকিৎসা প্রয়োজন ছিল। তবে তিনি কবে ফিরে আসবেন এটা ঠিক করে বলা যাচ্ছে না। এছাড়া স্যারের মেয়াদেরও শেষ সময় চলে এসেছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু. আবুল কাসেমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।