
জানা যায়, হাসানের বাবা মজিবুর রহমান পরিবারের সব সদস্যদের নিয়ে আত্মগোপন করেছেন। তার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি হাসান উল ইসলাম তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরীফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিটি ফেসবুকে ভাইরাল হলে ফতুল্লায় মুসল্লিরা ফুঁসে ওঠেন। এরই জের ধরে শুক্রবার স্থানীয় মসজিদের ইমামরা জুমার নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন। এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসল্লি স্থানীয় একটি মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, কোরআন অবমাননাকারী হাসানকে পুলিশ খুঁজছে। বাড়িতে অভিযান চালিয়ে তার ভাইকে আটক করা হয়েছে।