
মোঃ আল মামুন খান, ধামরাই:
ঢাকার ধামরাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রিয়াংকা পাল (২৪) নামের এক তরুনীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকার পল্লব পালের মেয়ে প্রিয়াংকা পাল গণবিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করে সজাগ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাচের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলো। একপর্যায়ে পৌরসভার বড়বাজার এলাকার সুনীল পালের ছেলে তন্ময় পালের (২৫) সাথে তাঁর প্রেমের সম্পর্ক হয়। কিন্তু তন্ময়ের পরিবার এই সম্পর্ক মেনে নিতে অনিচ্ছা প্রকাশ করে। এর জেরে প্রিয়াংকা পাল নিজের ফেসবুক টাইমলাইনে, ‘আমার মৃত্যুর জন্য তন্ময়ের পরিবার দায়ী।’- এমন স্ট্যাটাস দিয়ে নিজের কর্মরত প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক কামরুজ্জামানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।