
যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি :
বর্তমান সরকারের মাদক বিরোধী ” জিরো টলারেন্স ” নীতি বাস্তবায়নে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৬ টায় ফেনী শহরের বিভিন্ন স্হানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শ্যামল চন্দ্র বসাক। অভিযানকালে ফেনী সদর উপজেলাধীন কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মোমতাজুল হক চৌধুরী বাড়ি হতে হারুন খোন্দকার ও আবুল কালাম নামক ২ ব্যক্তিকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে আটককারী ২ জন স্থানীয় সকলের সম্মুখে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন। মাদক সেবনকারী ও বহনকারী আটককৃত হারুন খোন্দকার ও আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষনিক বিচারের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় ফেনী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আবদুল্লাহ জাহিদ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।