
সোমবার সন্ধ্যায় শহরের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ টি বিদ্যালয়ের ২শ’৭৩ জন মেধাবীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ সময় তিনি কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, কেরানীগঞ্জে ১১ টা খাল উদ্ধার করার ব্যবস্থা হয়েছে। আশেপাশে ওয়াকওয়ে থাকবে। এই প্রকল্পে ১১০০ কোটি টাকা ব্যয় হবে।
তিনি আরও জানান, এবং এই বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ বানাবো। আমাদের মন্ত্রণালয় এরইমধ্যে টেন্ডার দিয়েছে। প্রায় দুইশ কোটি টাকা ব্যয় হবে এই পাওয়ার প্ল্যান্টে।’
Facebook Comments