
কুমিল্লায় হত্যা ও বিস্ফোরক আইনের দু’টি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
একই আদালতে নড়াইলের মানহানির মামলার জামিন আবেদন যথাযথভাবে উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে।
সোমবার আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার মামলাটিতে খালেদার জামিনের আবেদনের শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়। আর সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার অন্য একটি মামলা ও নড়াইলের মানহানির মামলাটিতে রোববার শুনানি শেষ হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে কারাবন্দি রয়েছেন।